3D অ্যানিমেশন ব্যবহার এবং উপযোগিতা দিন দিন বেড়ে চললেও 2D অ্যানিমেশনের ব্যবহার বা এর চাহিদা একটুও কমেনি বরং দিন দিন তা বেড়েই চলেছে এবং এতে সুন্দর একটা ক্যারিয়ার গঠন করা সম্ভব । আর একটা 2D অ্যানিমেশন তখনই প্রানবন্ত হয় যখন এর ক্যারেক্টার, ইনভারনমেন্ট, মোশন, কনসেপ্ট সামঞ্জস্যপূর্ণ হয়।